ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে ১৩ রাষ্ট্রদূতের বিবৃতি

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়ে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ( ওইসিডি) ভুক্ত ১৩টি দেশের ঢাকাস্থ রাষ্ট্রদূত এবং হাইকমিশনারদের যৌথ বিবৃতি।  বিবৃতিতে ১৩ দেশের ঢাকাস্থ মিশন প্রধানরা আইনি হেফাজতে মুশতাক আহমেদের মৃত্যুতে গভীর উদ্বেগ জানান।


বিবৃতিতে বলা হয়, মুশতাক আহমেদ গত বছর ৫ মে থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) ধারায় বিচারপূর্ব আটক অবস্থায় ছিলেন। আমরা জেনেছি যে বেশ কয়েকবার তাকে জামিন দিতে অস্বীকৃতি জানানো হয়েছে এবং আটকাধীন অবস্থায় তার প্রতি যে আচরণ করা হয়েছে তা নিয়ে উদ্বেগ আছে । 


বিবৃতিতে মিশন প্রধানরা বলেন, আমরা তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাই । সরকারকে মুশতাক আহমেদের মৃত্যুর একটি দ্রুত, স্বচ্ছ, স্বাধীন এবং পূর্ণাঙ্গ তদন্ত করতেও আহ্বান জানান তারা। ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাসমূহ ও এর প্রয়োগে ব্যাপারে এই ১৩ দেশের সরকারের ব্যাপক উদ্বেগ রয়েছে বলেও জানান তারা। 


একই সাথে বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানের প্রতি বাধ্যবাধকতার সাথে এই আইনের সামঞ্জস্য সংক্রান্ত প্রশ্নগুলোর ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারের সাথে অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যাবো, বলেন ১৩ দেশের মিশন প্রধানরা।

ads

Our Facebook Page